তিন মাস পর প্রকাশ্যে জ্যাক মা

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৩:০৬ | প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২১, ১২:৩৩

তিন মাস প্রকাশ্যে দেখা যায়নি তাকে। বেরিয়েছে তার নিখোঁজ হওয়ার সংবাদও। তবে এতদিন পর প্রথমবারের মতো একটি অনলাইন মিটিংয়ে দেখা গেলো ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মাকে।

বুধবার সকালে চীনের ১০০ জন পল্লী শিক্ষকের সাথে সাক্ষাত করেছেন জ্যাক মা। একটি অনলাইন মিটিংয়ে তিনি তাদের সঙ্গে যুক্ত হন। খবর রয়টার্সের

গত বছর অক্টোবর মাসের পর খোঁজ পাওয়া যাচ্ছিল না ‘অ্যান্ট’ এবং ‘আলিবাবা’ সংস্থার মালিক জ্যাক মার। আন্তর্জাতিক মহলে ফিসফাস শুরু হয়েছিল, তবে কি রাষ্ট্রের সমালোচনা করার শাস্তি পেতে হচ্ছে তাকে!

চীনের কমিউনিস্ট সরকারের একাধিক নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মা। বলেছিলেন, সরকারের বহু নিয়ম-কানুনের ফলে দেশের মানুষ দমবন্ধ হয়ে পড়েছে। চীনের ব্যাঙ্কিং ব্যবস্থারও কড়া সমালোচনা করেন তিনি। এরপরেই আচমকা সামাজিক মাধ্যমসহ সব জায়গা থেকে উধাও হয়ে যান জ্যাক মা।

এরপরই অনতিবিলম্বেই অ্যান্ট এবং আলিবাবা সংস্থার ‘বেআইনি’ সম্পত্তি এবং কারবার নিয়ে সরকারি তদন্ত শুরু হয়ে যায়। জনস্বার্থে চালু হতে যাওয়া অ্যান্ট গ্রুপের ৩৭ বিলিয়ন ডলার কর্মসূচিকেও বাতিল করে দেওয়া হয়।

চীনের প্রশাসনিক বিভাগের বহু কর্তাব্যক্তি জ্যাক সমালোচনা মেনে নিতে পারেননি বলে খবর। ৫ জানুয়ারি সিএনবিসি এক রিপোর্টে দাবি করে, জ্যাক মা নিখোঁজ নয়, তিনি ক’দিন চুপচাপ আছেন। এতদিন পর প্রকাশ্যে এলেন তিনি। তবে প্রকৃত সত্য কী, তা এখনও জানা সম্ভব নয়।

ঢাকা টাইমস/২০জানুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :