দৌলতপুর সীমান্তে হেরোইন, মদ ও ফেনসিডিল উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২১, ১৭:৪৭
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, মদ ও ফেনসিডিল উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিজিবি‘র একাধিক টহল দল এ অভিযান চালায়।

বিজিবি ৪৭ ব্যাটালিয়ন সূত্র জানায়, উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন চরচিলমারী এলাকায় পদ্মার চর এলাকা থেকে ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও চিলমারী মরারপাড়া থেকে ৭৭ বোতল ভারতীয় মদ, জামালপুর মাঠ থেকে ২০ বোতল মদ ও ৫০ বোতল ফেনসিডিল, উদয়নগর পদ্মার পাড় থেকে ৫০ বোতল মদ ও ৪৯ বোতল ফেনসিডিল, মানিকের চর নামক স্থান থেকে ৯১ বোতল ফেনসিডিল, মুসলিমনগর এলাকা থেকে ৪০০ বোতল ফেনসিডিল ও ৫৪ বোতল মদ এবং মুন্সিগঞ্জ নদীর চর এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

সূত্র জানায়, উদ্ধার এসব মাদকদ্রব্যের মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে নাশকতার চেষ্টা, ককটেলসহ তিন ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
জুলাই-আগস্ট গণহত্যা মামলায় ৪৫ জনের তদন্ত রিপোর্ট ১৫ অক্টোবর দাখিলের নির্দেশ
ঘাটাইলে পানিশূন্য পুকুরে প্রায় ৭ লাখ টাকার ঘাট নির্মাণ 
আইইউবিএটিতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা ও স্মরণসভা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা