দৌলতপুর সীমান্তে হেরোইন, মদ ও ফেনসিডিল উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২১, ১৭:৪৭
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, মদ ও ফেনসিডিল উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিজিবি‘র একাধিক টহল দল এ অভিযান চালায়।

বিজিবি ৪৭ ব্যাটালিয়ন সূত্র জানায়, উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন চরচিলমারী এলাকায় পদ্মার চর এলাকা থেকে ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়াও চিলমারী মরারপাড়া থেকে ৭৭ বোতল ভারতীয় মদ, জামালপুর মাঠ থেকে ২০ বোতল মদ ও ৫০ বোতল ফেনসিডিল, উদয়নগর পদ্মার পাড় থেকে ৫০ বোতল মদ ও ৪৯ বোতল ফেনসিডিল, মানিকের চর নামক স্থান থেকে ৯১ বোতল ফেনসিডিল, মুসলিমনগর এলাকা থেকে ৪০০ বোতল ফেনসিডিল ও ৫৪ বোতল মদ এবং মুন্সিগঞ্জ নদীর চর এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

সূত্র জানায়, উদ্ধার এসব মাদকদ্রব্যের মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা