ইমনের সুরে প্লেব্যাক করলেন বাবু

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২১, ১৩:১৪| আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৩:৪৮
অ- অ+

বাংলা শোবিজে ফজলুর রহমান বাবুর দুটি বড় পরিচয়। তিনি ছোট ও বড়পর্দার একজন নন্দিত অভিনেতা, আবার ভালো গানও করেন। তিনি যেমন গেয়েছেন অ্যালবামে, তেমন সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার বাবু কণ্ঠ দিলেন নিরব ও অপু বিশ্বাস অভিনীত ‘ছায়াবৃক্ষ’ সিনেমার একটি গানে।

সুখ নাই এই জীবন জুড়ে/দুঃখ বারো মাস/সুখের আশায় থেকে থেকে/হইলো সর্বনাশ। এমন কথার গানটি নিয়ে বাবু উচ্ছ্বসিত। বন্ধন বিশ্বাসের লিরিক্সে গানটির সুর ও সংগীত করেছেন ইমন সাহা। যিনি তার ক্যারিয়ারে সুরকার ও সংগীত পরিচালক হিসেবে ইতোমধ্যে ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।

বাবু বলেন, ‘ইমন সাহা সব সময়ই অসাধারণ সুর করে। তার প্রতি আমার যেমন আত্মবিশ্বাস আছে, আমার প্রতিও ঠিক তাই। কাজেই ‘সুখ নাই এই ভুবনজুড়ে’ গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

অন্যদিকে ইমন সাহা বলেন, ‘বাবু ভাইয়ের কণ্ঠ চিন্তা করেই আমি গানটি করেছি। তিনি গেয়েছেনও চমৎকার। আশা করি, গানটি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই দর্শক-শ্রোতারা লুফে নেবেন।’

ঢাকাটাইমস/২১জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা