জামালপুরে ট্রেনের ধাক্কায় রিকশা আরোহী নিহত

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২১, ১৮:৩৯| আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৮:৪১
অ- অ+

জামালপুরের ইসলামপুরে ট্রেনের ধাক্কায় রিকশার আরোহী নিহত এবং চালক গুরুর আহত হয়েছেন। রিকশার আরোহী নিহত জয়নাল (৫০) জামালপুর পৌর এলাকার চামড়া গুদামের খলিলুর রহমানের ছেলে। তিনি জামালপুর জেনারেল হাসপাতালের ওয়ার্ডবয় হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে ইসলামপুরের ঋষিপাড়া রেলক্রসিং-এ রিকশাযোগে পার হওয়ার সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার-২ ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নালের স্বজনরা জানান, জয়নাল জামালপুর জেনারেল হাসপাতালের ওয়ার্ডবয়। সে বেতন তুলতে সকালে আগের কর্মস্থল ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। বেতনের চেক নিয়ে রিকশাযোগে একটি সরকারি ব্যাংকে যাওয়ার সময় রাস্তায় রিকশাটি উল্টে যায়। পরে ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খবির আহমেদ জানান, এই দুর্ঘটনায় রিকশার আরোহী নিহত হয়েছেন এবং চালক গুরুতর আহত হয়েছেন। রিকশাচালককে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা