পাঁচ ভাষায় আসছে প্রভাসের নতুন ছবি

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২১, ১৫:৩২| আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৬:৩৪
অ- অ+

ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম সেরা তারকা প্রভাস। করোনার বিরতি কাটিয়ে সম্প্রতি তিনি শেষ করেছেন ‘রাধেশ্যাম’ নামে একটি সিনেমার কাজ। সেটি আপাতত মুক্তির অপেক্ষায়। তার আগে নতুন আরও একটি সিনেমার কাজ শুরু করতে চলেছেন ‘বাহুবলী’ খ্যাত এই অভিনেতা।

প্রভাসের নতুন এ প্রজেক্টটির নাম ‘সালার’। ভারতের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী ২৬ জানুয়ারি থেকে গোদাবরীখানীতে শুরু হতে যাচ্ছে এ ছবির শুটিং। সেখানে টানা শুটিং চলবে তিন সপ্তাহ ধরে। নির্মাণ শেষে সিনেমাটি ভারতজুড়ে পাঁচটি ভাষায় মুক্তি দেয়ার কথা রয়েছে।

এদিকে ওম রাউতের পরিচালনায় ‘আদি পুরুষ’ নামে একটি ছবির কাজ হাতে রয়েছে প্রভাসের হাতে। ৪০০ কোটি টাকা বাজেটের এই ছবিতে বলিউডের নবাব সাইফ আলি খানকেও দেখা যাবে। এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করবেন দুই ইন্ডাস্ট্রির দুই মেগাস্টার।

এছাড়া মহানতি নাগ অশ্বিনের পরিচালনায়ও একটি ছবিতে কাজ করবেন প্রভাস। সেখানে তার নায়িকা হিসেবে বলিউড সুন্দরী দীপিকা পাড়ুকোন থাকবেন বলে গুঞ্জন। আপাতত সবই রয়েছে আলোচনার পর্যায়ে।

ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিন-দুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদি ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা