দিনে ছিনতাই রাতে ডাকাতি, বসিলায় অস্ত্রসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২১, ১৯:৪৮
অ- অ+

রাজধানীর বসিলা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-২।

শনিবার র‌্যাব-২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, ২২ জানুয়ারি রাতে রাজধানীর হাজারীবাগের বসিলা মেট্রো হাউজিং এলাকায় অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জায়গায় দেশীয় অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় তাদের তিনজনকে আটক করে র‌্যাব।

আটককৃতরা হলেন- আরিফ হোসেন (২১), মো. হাসান গাজী ওরফে বাবু (২০), ও মো. মামুন বেপারী (২১)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানান, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। বিশেষ করে দিনের বেলায় তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটিব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করেন। আর রাতে তারা এরকম দুই বা তার অধিক দল একত্রিত হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাড়িতে গ্রিল কেটে ও তালা ভেঙে প্রবেশ করে ডাকাতি করেন। তাদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় ডাকাতির প্রস্তুতি মামলা হয়েছে।

ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এআর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একাদশে ভর্তিতে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা
আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: বাহিনী প্রধান
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিলেন মারুফ কামাল খান
শেরাটন-এ সি ফুড ব্যুফেতে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট টু’ অফার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা