ভ্রমণে বেরিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের গজরিয়া ভবেরচর কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঢাকা হাজারীবাগ এলাকার নাহিদ উল্লাহ(২৬) ও পলাশ (২৭)।
এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান চালক আল আমিনসহ কাভার্ড ভ্যানটি আটক করেছে গজারিয়া হাইওয়ে পুলিশ।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাহউদ্দিন জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে রাঙ্গামাটিগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘাতক কাভার্ড ভ্যানটির চালক আল-আমিনকে আটক করা হয়েছে, তবে চালকের সহকারী পালিয়ে গেছে। লাশ এবং কাভার্ড ভ্যান বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
নিহত নাহিদ উল্লাহর বড় ভাই সালাউদ্দিন খোকা বলেন, নাহিদ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। বন্ধুদের নিয়ে রাঙামাটি যাওয়ার উদ্দেশ্যে গত রাত ১০টার দিকে বাসা থেকে বের হয়েছিল সে। তিনটি মোটরসাইকেলে করে ছয়জন মিলে রাঙ্গামাটি যাচ্ছিল তারা। পথিমধ্যে ভবেরচর এলাকায় দুর্ঘটনায় তার বন্ধু পলাশসহ তার মৃত্যু হয়েছে। পুলিশের কাছ থেকে রাত তিনটার সময় খবর পান তারা।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/কেএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

প্রাইভেটকারের টায়ার বিস্ফোরণে একজন নিহত

সাতক্ষীরায় প্রাইভেটকার নদীতে, নিহত ২

কর্মসংস্থানের মধ্যদিয়ে সাজা ভোগী দুই আসামির মুক্তি

বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে বাড়িছাড়া করার অভিযোগ

দৌলতদিয়া-পাটুরিয়ায় চার ফেরি বিকল, তীব্র যানজট

তিন খুনে একজনকে যাবজ্জীবন

রাণীনগরে পুলিশের অভিযানে নয়জন গ্রেপ্তার

চাঁদপুরে ইটের আঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
