সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২১, ২০:৩০
অ- অ+

সাতক্ষীরার কালিগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার বিষ্ণুপুর বাজারে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন হয়।

এসময় বক্তারা বলেন, নয় বছরেও বিচার হয়নি ধর্ম অবমাননার কথিত অভিযোগে সাম্প্রদায়িক সহিংসতাকারীদের। তারা অবিলম্বে হিন্দুদের ওপর নারকীয় নির্যাতনকারী ও মদদদাতাদের বিচারের দাবি করেন।

তারা বলেন, ২০১২ সালের ২৭ মার্চ ফতেপুর মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হুজুরে কেবলা’ নাটক মঞ্চস্থ হয়। এ নিয়ে মহানবী (স:) কে কটুক্তি করার কথিত অভিযোগ এনে সাতক্ষীরার স্থানীয় দৈনিক দৃষ্টিপাতে রিপোর্ট প্রকাশিত হয়। এর জেরে ৩১ মার্চ ও ১ এপ্রিল ফতেপুর ও চাকদহ গ্রামে হিন্দু সম্প্রদায়ের ১২টি বাড়ি আগুনে পুড়িয়ে দেয়া হয়। এ নিয়ে কালিগঞ্জ থানায় মামলা করা হলেও বিচারিক প্রক্রিয়া শুরু হয়নি আজও।

বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক তাপস মণ্ডল, মনবাধিকার কর্মী সাংবাদিক রঘু নাথ খাঁ, শঙ্কর সরদারসহ অন্যান্য নেতারা।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা