স্বামীর ঘরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২১, ২১:১৯
অ- অ+

রাজশাহীতে মীম খাতুন (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে মহানগরীর কাটাখালী থানার বাখরাবাজ দক্ষিণপাড়া এলাকায় স্বামীর ঘরে ঝুলছিল মরদেহটি।

নিহত গৃহবধূর স্বামীর নাম মো. আরিফ। আর বাবার নাম আবদুল হালিম। তার স্বামী এবং বাবার বাড়ি পাশাপাশি। কাটাখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বামী আরিফের বরাত দিয়ে পরিদর্শক মতিয়ার রহমান বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে চার বছরের মেয়েকে নিয়ে মীম ও আরিফ ঘুমাতে যান। রাত আড়াইটার দিকে ঘুম ভাঙলে আরিফ দেখেন, তার স্ত্রী ঘরের টিনের আড়ার সঙ্গে গলায় বৈদ্যুতিক তার পেচিয়ে ঝুলছে। সকালে পুলিশ গিয়ে মরদেহ নামায়।

তিনি আরও জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা পুলিশ নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি নামিয়ে বাড়িতেই রাখা হয়েছে। মীমের মা ঢাকায় থাকেন। তার জন্য অপেক্ষা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। মীমের মা আসার পর এ নিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা মতিয়ার রহমান।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা