তামিমের কণ্ঠে তবুও আক্ষেপ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দলের এমন অর্জনে দারুণ খুশি অধিনায়ক তামিম ইকবাল। তারপরও কিছু বিষয় নিয়ে তার আক্ষেপ রয়েছে।
প্রথমত, জৈব-সুরক্ষা বলয়ে থাকা খুবই কষ্টের বলে জানিয়েছেন তামিম। সেই সাথে সিরিজের শেষ ম্যাচে দল থেকে একটি সেঞ্চুরি প্রত্যাশা করলেও তিনি পাননি। তাছাড়া প্রথম দুই ম্যাচে জয়টা আরো বড় হলে বেশি খুশি হতেন তামিম।
সোমবার ম্যাচ শেষে তামিম ইকবাল বলেন, ‘দীর্ঘ বিরতির পর ক্রিকেটে ফিরে ছেলেরা যে পারফরম্যান্স দেখিয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য। জৈব-সুরক্ষা বলয়ে থাকাটা কঠিন। কারণ, আপনার পরিবার আছে, কিন্তু আপনি তাদের সঙ্গে দেখা করতে পারছেন না। প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে যেকোনো একজনের কাছ থেকে সেঞ্চুরি আশা করেছিলাম। আজ সুযোগ ছিল। কিন্তু হয়নি।’
তিনি আরো বলেন, ‘গত দুই ম্যাচে যদি আমরা ৭ বা ৮ উইকেটে জিততাম তাহলে বেশি খুশি হতাম। এটা সময় ছিল যখন আমরা পেসার খুঁজতাম, কিন্তু পাওয়াটা খুবই কষ্ট ছিল। এখন আমাদের অনেক পেসার আছে। হাসান মাহমুদের দারুণ অভিষেক হয়েছে। এটাই আমরা চেয়েছিলাম। রুবেল এবং তাসকিনও ভালো বল করেছে। মোস্তাফিজ এবং সাইফউদ্দিনকে নিয়েও কোনো অভিযোগ নেই।’
(ঢাকাটাইমস/২৫ জানুয়ারি/এসইউএল)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

রোড সেফটি সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

‘নতুন অভিজ্ঞতার’ দ্রুত সমাপ্তি চান তাসকিন

সব ধরনের ক্রিকেট থেকে ইউসুফ পাঠানের অবসর

তানভীর-তানজিদ নৈপুণ্যে বাংলাদেশের দিন

আইসিসির নতুন নিয়ম নিয়ে বিরক্ত আফ্রিদি

আহমেদাবাদের উইকেট নিয়ে রুটের অসন্তোষ

১৫১ রানেই অলআউট আয়ারল্যান্ড ‘এ’ দল

দুইদিন পর ঘর থেকে বের হলেন টাইগাররা

পানিতে ডুবে ব্রাজিলিয়ান গোলকিপারের বাবার মৃত্যু
