সৈয়দপুরে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধা দগ্ধ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২১, ২০:৫৯
অ- অ+

শীতের প্রচণ্ডতায় একটু তাপ পেতে চুলার আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন এক বৃদ্ধা। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চড়কপাড়া (ডাঙ্গাপাড়া) গ্রামে। অগ্নিদগ্ধ বৃদ্ধার নাম আম্মাজান (৬০)। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী মজিবর রহমানের স্ত্রী।

জানা গেছে, বিগত কয়েক দিন থেকে প্রবল শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে নীলফামারী জেলাসহ উত্তরাঞ্চল। অগ্নিদগ্ধ আম্মাজান ঘটনার দিন বিকালে রান্নাঘরের চুলায় আগুন তাপানোর সময় পরনের ম্যাক্সিতে অগোচরে আগুন লেগে যায়। এতে তার শরীরের পেছনের অংশ তথা সম্পূর্ণ পিঠ ঝলসে যায়। তার আর্তচিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করেন।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ওমেদুল হাসান সরকার জানান, অগ্নিদগ্ধ আম্মাজানের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের প্রায় ৭০ ভাগ পুড়ে গেছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

অগ্নিদগ্ধ আম্মাজানের কনিষ্ঠ পুত্র সোহাগ জানান, চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেয়ার পরামর্শ দিয়েছে। কিন্তু আমাদের পক্ষে আমার মায়ের জন্য যথাযথ চিকিৎসা করানোর মত সামর্থ নেই। এজন্য বিত্তবানসহ প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করছি।

বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রনোবেশ চন্দ্র বাগচী জানান, অগ্নিদগ্ধের কথা শুনেছি। তবে এখন কি অবস্থায় তা জানি না।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা