নছিমনের ধাক্কায় স্বামী নিহত, আহত স্ত্রী

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৮| আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৩
অ- অ+

ভোলায় মাছবোঝাই ন‌ছিম‌নের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হ‌য়ে‌ছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রীও। শুক্রবার রাতে বোরহানউদ্দিন উপ‌জেলার মু‌চিরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত যুবকের নাম মো. সোহাগ ওরফে ভুট্টু (২৫)। তিনি বোরহানউদ্দিন উপ‌জেলার টগবী ইউনিয়‌নের ৯নং ওয়া‌র্ডের মুলাইপত্তন গ্রা‌মের মো. আবু তা‌হে‌রের ছে‌লে। আহত গৃহবধূর নাম সাথী আক্তার (২০)। তাকে বোরহানউদ্দিন উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বি‌কা‌লে সোহাগ তার স্ত্রী সাথী‌ আক্তারকে ডাক্তার দেখা‌নোর জন্য মোটরসাইকেলে বোরহানউদ্দিন যান। ডাক্তার দে‌খি‌য়ে ফেরার প‌থে রাতে উপজেলার মু‌চিরপুল এলাকায় আস‌লে চরফ্যাশন থেকে ভোলাগামী মাছবোঝাই একটি ন‌ছিমন তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সোহাগ ও তারা স্ত্রী সাথী আহত হন।

স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে বোরহানউদ্দিন হাসপাতা‌লে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সোহাগকে মৃত বলে ঘোষণা করেন।

আহত সাথী আক্তার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চি‌কিৎসা‌ধীন র‌য়ে‌ছেন।

বোরহানউদ্দিন থানার ওসি মো. মাজহারুল আমিন জানান, ন‌ছিম‌নটি জব্দ করা হ‌লেও এর চালক পালিয়ে যায়।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা