বগুড়ায় অবৈধভাবে পাট মজুদ করায় গুদামে অভিযান

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৮
অ- অ+

বগুড়ায় অবৈধভাবে পাট মজুদের অভিযোগে এক গুদাম মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ১২টায় বগুড়ার শিবগঞ্জের মোকামতলা বাজার এলাকার বজলুর রশিদের পাটের গুদামে নির্বাহী হাকিম নাসিম রেজার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পাট অধিদপ্তরের আঞ্চলিক সহকারী পরিচালক মোশাররফ হোসেন ও মুখ্য পরিদর্শক সোহেল রানার উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা পুলিশ ও এপিবিএন সদস্য উপস্থিত ছিলেন।

পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সোহেল রানা জানান, পাট অধিদপ্তরের সর্বশেষ পরিপত্র ও পাট আইন ২০১৭ অনুযায়ী কেউ ১ হাজার মনের বেশি পাট ১ মাসের বেশি মজুত করতে পারবে না। শিবগঞ্জের এই গুদামে তিন হাজার মণ পাট পাওয়া গেছে। যেটা তিনি তার গুদামে মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিলেন। ২০১৭ ও কৃষি বিপনন আইন ,২০১৮ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং তার গুদামে মজুত পাট ২৪ ঘণ্টার মধ্যে পাট অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে বিক্রি করতে নির্দেশ দিয়েছেন নির্বাহী হাকিম।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা