সীমান্তে অভিযান বাড়ানোর ঘোষণা তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৫

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সীমান্তে অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এর আগে রবিবার তুরস্কের সেনাবাহিনী এক সংবাদ সম্মেলনে দাবি করে, কুর্দি বিদ্রোহীরা সেনাসদস্যসহ তাদের ১৩ নাগরিককে হত্যা করেছে। এরপর সোমবার কুর্দি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান বাড়ানোর ঘোষণা এলো।

তুরস্ক চলতি মাসে উত্তর ইরাকে কুর্দি পিকেকের বিরুদ্ধে `ঈগলের থাবা ২’ নামে এক সামরিক অভিযান শুরু করে। কুর্দিদের হাতে জিম্মি হওয়া তুরস্কের ১৩ নাগরিককে উদ্ধার করতে ওই অভিযান শুরু করা হয়। অভিযানে কুর্দি সশস্ত্র বাহিনীর ৪৮ সদস্য নিহত হয়। রবিবার এক সংবাদ সম্মেলনে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলসি আকর বলেন, অভিযানে কুর্দি যোদ্ধাদের তিন সিনিয়র সদস্যসহ ৪৮ জন নিহত হয়েছে, দুই বিদ্রোহীকে জীবিত বন্দী করা হয়েছে। অভিযানে তুরস্কের তিন সেনা আহত হয়েছে। কুর্দি বিদ্রোহীরা সেনা সদস্যসহ অপহরণ করা তুরস্কের ১৩ নাগরিককে গুলি করে হত্যা করে।

১৩ নাগরিক হত্যার ঘটনায় তুরস্ক যথেষ্ট আন্তর্জাতিক সংহতি পায়নি অভিযোগ করে মঙ্গলবার এরদোয়ান বলেন, `তোমরা কথা বলো আর নাই বলো আমরা আমাদের দায়িত্ব জানি। আমরা সন্ত্রাসীদের সুযোগ দেব না। যেসব এলাকায় বড় হুমকি রয়েছে সেসব এলাকায় আমরা অভিযান বৃদ্ধি করবো।’

এর আগে গতকাল সোমবার এক টেলিভিশন বক্ততৃায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যুক্তরাষ্ট্র কুর্দি বিদ্রোহীদের সংগঠন পিকেকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেন।

ইরাকের উত্তরাঞ্চলের কান্দিল পর্বতের কুর্দি বিদ্রোহী পিকেকে গোষ্ঠীকে তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। কুর্দি বাহিনীর সঙ্গে কয়েক দশক ধরে তুরস্কের চলমান যুদ্ধে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/কেআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :