হাঁটার ধরন বলে দেবে চরিত্র

আপনার পোশাক-পরিচ্ছদ যেমন আপনার ব্যক্তিত্বের জানান দেয়। তেমনই আপনার হাঁটার ধরনের উপরেও নির্ভর করে আপনি কেমন মানুষ।
যদি কোনও ব্যক্তি খুব দ্রুত হাঁটেন, তাহলে বুঝতে হবে তার দেরি হয়ে গিয়েছে। কিন্তু সবসময়ই যারা জোরে হাঁটেন, তাদের এনার্জি লেভেন সাংঘাতিক বলেই মনে করা হয়। একইসঙ্গে তিনি খুব সাহসী এবং আত্মবিশ্বাসী।
যারা ধীরগতিতে হাঁটেন, তারা জীবনে বেশ রিল্যাক্সড। মনে করা হয় এরা সাধারণত শান্ত স্বভাবের হন। যদিও অনেকে আবার দুর্ঘটনার ভয়ে আস্তে হাঁটেন।
অনেকেই আবার খানিক লাফিয়ে হাঁটেন। রেগে বা বিরক্ত হয়েও অনেকে একটু লাফিয়ে চলেন। দেখতে বেশ লাগলেও, এভাবে হাঁটলে শরীর অসুস্থ হতে পারে।
আবার আত্মবিশ্বাসের অভাবে ধীরে চলেন এমন লোকও রয়েছে। লজ্জা পেয়েও অনেকের হাঁটার গতি শ্লথ।
শুধু ব্যক্তিত্বই না, হাঁটার উপর নির্ভর করে আপনার স্বাস্থ্যও। হাঁটার সময় পায়ে ব্যথা অনুভব করলে আর্থারাইটিসে ভুগছেন কি না তা পরীক্ষা করা জরুরি।
ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/একে

মন্তব্য করুন