সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১১
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গেল সপ্তাহে কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৭ লাখ ৮০ হাজার ৬০০ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৮ টাকা ৭০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিবরা ইনফিউশনের দর বেড়েছে ১৫ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৪৯ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৯ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬২৪ টাকা ৪০ পয়সা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের লিমিটেড বেড়েছে ১৪ দশমিক ৬১ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৩ কোটি ৪০ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৮ লাখ ১৭ হাজার ২০০ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ টাকা ২০ পয়সা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ দশমিক ৫০ শতাংশ, আনলিমা ইয়ার্ন লিমিটেডের ১২ দশমিক ৪৩ শতাংশ, বিকন ফার্মার ১২ দশমিক ০১ শতাংশ, বেক্সিমকো ফার্মার ১০ দশমিক ২৫ শতাংশ, ফরচুন সুজ লিমিটেডের ১০ দশমিক ২৪ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৬২ শতাংশ ও একটিভ ফাইন লিমিটেডের শেয়ার দর ৯ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/এসআই/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা