খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৯
অ- অ+
ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে তরিকুল ইসলাম নামের (২২) এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মৃত তরিকুলের ভাই আফজাল হোসেন আকন্দ জানান, খিলগাঁও নন্দীপাড়া মাতবর বাড়ি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় রড কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত তরিকুল ইসলাম পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মধ্যচড়া গ্রামের আব্দুল হামিদ আকন্দের ছেলে। তিনি খিলগাঁওয়ের ত্রিমোহনী মাতবর বাড়ি এলাকায় থাকতেন। তার একটি ছেলে সন্তান রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তরিকুলের লাশ ময়নাতদন্তের ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা