মুন্সীগঞ্জে বিপুল পরিমাণ কারেন্ট জাল ধ্বংস

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৪:১৭
অ- অ+

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় এক কোটি ৯৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাগবাড়ি কবরস্থান সংলগ্ন নদীরপাড়ে নির্বাহী হাকিম ইলিয়াস সিকদারের উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এর আগে সোমবার রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত মুক্তারপুর এলাকার তিনটি জালের কারখানায় পাগলা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা অভিযান চালিয়েছেন। এসময় এসব জাল জব্দ করেন তারা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০কোটি টাকা।

পাগলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আশমাদুল জানান, গোপণ সংবাদে মুক্তারপুর এলাকার সাওবান ফাইবার ইন্ডাস্ট্রি, তম্নয় ফিশিং নেট ইন্ডাস্ট্রি, ও রানা মুন্সী আয়রন কারখানায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। তবে এসময় কারখানাগুলো বন্ধ থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়েছে। কারখানায় কেউ না থাকায় জাল তৈরিতে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

কারেন্ট জালগুলো ধ্বংসের সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ডঃ আব্দুল আলীম ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা