টাঙ্গাইলে আলাদা জায়গায় দুই লাশ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫০| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:২১
অ- অ+

টাঙ্গাইলে আলাদা জায়গা থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার সদরে একজন গৃহবধূ ও দেলদুয়ার উপজেলায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে ও বুধবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দেলদুয়ার উপজেলার লাউহার্টী ইউনিয়নের তারটিয়া গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাসেল(৩০) তারটিয়া গ্রামের মনির সিকদারের ছেলে। বুধবার সকালে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখে পুলিশে খবর দেয়।

দেলদুয়ার থানার এসআই আনোয়ার হোসেন জানান, দেলদুয়ারের লাউহার্টী ইউনিয়নে তারটিয়া গ্রামে যুবকের ঝুলন্ত লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠিয়েছি।

এদিকে জেলা শহরের দিঘুলিয়া এলাকায় মঞ্জু আক্তার(৩৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে উদ্ধারকৃত লাশের ঘটনা রহস্যজনক মনে করা হচ্ছে। নিহত মঞ্জু আক্তার ওই এলাকার মৃত নুর হোসেন তুতুর মেয়ে।

এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী শওকত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে। বিষয়টি টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন নিশ্চিত করেছেন।

মীর মোশারফ হোসেন বলেন, মঙ্গলবার রাতে তারা স্বামী-স্ত্রী দুজনই খাবার যায়। খাওয়া শেষে কথাবার্তা বলার এক পর্যায়ে মঞ্জু আক্তার হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে প্রথমে স্থানীয়রা নিহতের স্বামী শওকত আলীকে আটক করে রাখেন। পরে পুলিশ শওকতকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা