চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৪
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের বিদিরপুর এলাকায় রেললাইনের পাশ থেকে মনজুর রহমান (৫৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত মনজুর রহমান গোদাগাড়ি উপজেলার উজানপাড়ার গ্রামের মনসুর আলী ছেলে।

রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোলায়মান জানান, স্থানীয়দের খবরে পুলিশ রেললাইনের পাশ থেকে মনজুর ব্যক্তির লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ভোর ৬টার দিকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেসের ধাক্কায় মারা গেছেন তিনি। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার পরিবারকে খবর দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা