বিকাশে প্রতারণার দুই বছর পর গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৭| আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:২০
অ- অ+

বিকাশ থেকে টাকা চুরি করে নেয়ার দুই বছরেরও বেশি সময় পর এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজবাড়ীর বালিয়াকান্দি থানার সহায়তায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার সেলিম মিয়া(২৬) বালিয়াকান্দির পশ্চিম মৌকুড়ি মহারাজপুর গ্রামের বাসিন্দা। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

রুহুল কুদ্দুস জানান, ২০১৮ সালের ১০ অক্টোবর দুপুরে সালাহ উদ্দীন বিশ্বাস নামে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার এক ব্যক্তির মোবাইলে একটি কল আসে। ফোন করা ব্যক্তি নিজেকে বিকাশের কর্মকর্তা পরিচয় দেন। এরপর কৌশলে পিন নম্বর নিয়ে তার বিকাশ থেকে ৩২ হাজার ৬৩ টাকা চুরি করে নেয়। এ নিয়ে সেদিন রাজপাড়া থানায় একটি মামলা হয়।

মামলা তদন্তের এক পর্যায়ে রাজপাড়া থানা পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রতারকের অবস্থান নিশ্চিত হয়েছে। এরপর বুধবার সেলিম মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলিস্তানের শহীদ মতিউর পার্কের পুকুরে শিশুর লাশ উদ্ধার
নির্বাচনের তারিখ নিয়ে আর কথা বলবেন না সিইসি
পাংশায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক বাড়ি ও দোকানপাট ভাঙচুর
প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’ এর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা