সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৩| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৪
অ- অ+

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস পরিবহনের একটি বাস ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে বহু যাত্রী হতাহত হয়েছেন। এর মধ্যে পুলিশ ঘটনাস্থলে চারজনের লাশ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। পরে হাসপাতালে নেয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ভয়াবহ ওই দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন এনা পরিবহনের চালক মঞ্জু আহমদ মঞ্জু, তার সহকারী জাহাঙ্গীর, লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার রুহুল আমিন ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক আল মাহমুদ সাদ ইমরান খান। বাকিদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা