সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে রবি

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৬| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৮
অ- অ+

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২১টির বা ৩৩.১৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে রবি আজিয়াটা লিমিটেডের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস রবি আজিয়াটার শেয়ারের দর ছিল ৩৬.৮০ টাকা। আর গেল সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৩.৭০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৬.৯০ টাকা বা ১১.২০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রবি আজিয়াটা ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১০.৭৭ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ারের দর ৫০ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের শেয়ারের দর বেড়েছে ৯.৩০ শতাংশ। সর্বশেষ ফান্ডটির শেয়ারের লেনদেন হয়েছে সাত টাকা ৪০ পয়সা।

এছাড়াও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯.১৭ শতাংশ, সামিট পাওয়ার লিমিটেডের ৮.৮০ শতাংশ, বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের ৭.২১ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইল লিমিটেডের ৬.৭৬ শতাংশ, এডিএন টেলিকম লিমিটেডের ৬.৩১ শতাংশ এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৫.৯৩ শতাংশ বেড়েছে।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এসআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানালো তদন্তকারী সংস্থা
ফিরে দেখা ১২ জুলাই: ছুটির দিনের বিকালে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল সারা দেশ
হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রতিদিন হাঁটলে সুগার-কোলেস্টেরল মুঠোয় থাকবে, বাড়বে না ওজন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা