সাপ্তাহিক দরপতনের শীর্ষে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৯
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৪ দশমিক ৪৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটি সর্বমোট ৮৬ লাখ ৮৪ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ২১ লাখ ৭১ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে সাত টাকা ৭০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে ৯ দশমিক ৪৭ শতাংশ। সপ্তাহজুড়ে ইউনিটটির সর্বমোট এক কোটি ১৭ লাখ ৪৬ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন ২৯ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের দর কমেছে ৭.৭৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট পাঁচ কোটি ২৫ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে, যা গড়ে প্রতিদিন এক কোটি ৩১ লাখ ৪৬ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ টাকা ৭০ পয়সা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ৭ দশমিক ৬০ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেডের ৭ দশমিক ৫১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের ৬ দশমিক ৩৮ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের ৬ দশমিক ১৫ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৫ দশমিক ৬৮ শতাংশ, আইপিডিসি লিমিটেডের ৫ দশমিক ৬৪ শতাংশ ও মীর আক্তার হোসাইন লিমিটেডের ৫দশমিক ৩৯ শতাংশ দর কমেছে।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এসআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাগলনাইয়ায় ৪ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা