চোখের সার্জারি করালেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৪
অ- অ+

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন রবিবার সকালে হঠাৎই তার ব্যক্তিগত ব্লগে লেখা এক পোস্টে জানান যে, তিনি অপারেশন করাতে চলেছেন, আর কিছু লিখতে পারছেন না।

দিন পেরোনের আগেই জানা গেল চোখে লেজার সার্জারি করিয়েছেন বিগ-বি। বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার ঘনিষ্ঠ এক বন্ধু।

ওই ব্যক্তি জানিয়েছেন, বড় কোনো অপারেশন ছিল না। শুধুমাত্র চোখে লেজার সার্জারি করিয়েছেন অমিতাভ বচ্চন। কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে সোমবার বিকালের আগেই তিনি বাসায় ফিরতে পারবেন।

এর আগে গত বছরের মাঝামাঝি করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন। তার সঙ্গে মহামারি এ ভাইরাসে ধরেছিল তার ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও নাতনি আরাধ্য বচ্চনকেও।

সে সময় ছেলে অভিষেককে নিয়ে ১৫ দিনেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন অভিষেক বচ্চন। অন্যদিকে ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্য চিকিৎসা নিয়েছিলেন বাড়িতে আইসোলেশনে থেকে।

ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ আটক ১
বহিস্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের বড়ভাই দেলোয়ার গ্রেপ্তার
ছয় মাসে ১৭৯৫৭ দুর্ঘটনায় সড়কে ঝরল ২৭৭৮ প্রাণ
মব জাস্টিস বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: ডা. শফিকুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা