জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরায় সাইকেল যাত্রা

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২১, ২০:২৮| আপডেট : ০১ মার্চ ২০২১, ২০:৩০
অ- অ+

জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরা থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত সাইকেলে জলবায়ু যাত্রার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পদযাত্রার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম।

একশনএইড বাংলাদেশের সহযোগিতায় ও সিডো, সাতক্ষীরার বাস্তবায়নে পদযাত্রায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আশিষ কুমার মণ্ডল, জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রোকনুজ্জামান।

বক্তব্য দেন- সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মাহফুজা রুবি, কাজী হিল্লোল, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর ইসলাম, স্বদেশের নির্বাহী পরিচালক মাধবচন্দ্র দত্ত, হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইন।

অনুষ্ঠান পরিচালনা করেন, সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। সাইকেল পদযাত্রায় ইয়ূথ কমিটির ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।

এসময় প্রধান অতিথি বলেন, সারাবিশ্বে জলবায়ুর পরিবর্তন ঘটেছে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ হলেও এখন জলবায়ু পরিবর্তনের কারণে ঋতুর পরিবর্তন ঘটেছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে সাতক্ষীরা জেলা। জলবায়ু এ পরিবর্তন মোকাবেলায় সরকার ব্যাপক কাজ করছে। সরকারের পাশাপাশি আমাদেরও কাজ করতে হবে, সচেতন হতে হবে।

(ঢাকাটাইমস/১মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় ৪ মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
শেরপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার
ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
২৩ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের হাতে গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা