আলফাডাঙ্গায় বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২১, ১৪:১৯
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নে ৬৬তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এতে অংশ নেন।

গত সোমবার আছরের পর থেকে মধ্যরাত পর্যন্ত জাটিগ্রাম শাহ্ আরজানিয়া আস্তানা জামে মসজিদ এবং নূরাণীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে ঐতিহ্যবাহী এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা ভিশন, চ্যানেল নাইন, বিজয় টিভি ও বিটিভি'র ধর্মীয় আলোচক হাফেজ মাওলানা ক্বারী আফতাব আহমেদ।

জাটিগ্রাম শাহ্ আরজানিয়া আস্তানা জামে মসজিদের খতিব মাওলানা জোবায়ের বিন সাইদের সভাপতিত্বে মাহফিলে বয়ান পেশ করেন- মাওলানা কামরুজ্জামান মেহেদী, শাহ্ মুহাম্মাদ ওবায়েদ বিন নাসের ও মাওলানা আনিচুর রহমান।

এছাড়াও স্থানীয় উলামায়ে কেরামগনসহ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এতে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করেন।

মধ্যরাতে আখেরী মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। পরে মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/২মার্চ/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা