টিপস
টুইটারে ভয়েস নোট পাঠানোর উপায়

হোয়াটসঅ্যাপের মতোই টুইটারে ডিরেক্ট মেসেজে ভয়েস নোট পাঠানোর ফিচার চালু হয়েছে। সম্প্রতি নতুন এই ফিচার নিয়ে এসেছে টুইটার।
যদিও পরীক্ষামূলক ভাবে এই ফিচার শুরু করেছে মাইক্রো ব্লগিং ওয়েবসাইটটি। তাই আপনার কাছে এই ফিচার পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।
স্টেপ ১। প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে টুইটার অ্যাপ আপডেট করুন।
স্টেপ ২। এবার টুইটার ওপেন করে লগ ইন করুন।
স্টেপ ৩। এবার মেসেজ বিভাগে গিয়ে যে কোন চ্যাট ওপেন করুন।
স্টেপ ৪। টেক্সট বসের ডান দিকে একটি মাইক্রোফোন আইকন দেখতে পাবেন।
স্টেপ ৫। সেই আইকনে ট্যাপ করে রেকর্ডিং শুরু করুন।
স্টেপ ৬। রেকর্ডিং শেষ হলে বাটন ছেড়ে দিন, ভয়েস নোট সেন্ড হয়ে যাবে।
(ঢাকাটাইমস/২মার্চ/এজেড)

মন্তব্য করুন