আইপিএলে ক্রিকেটের চেয়ে প্রাধান্য পায় টাকা: স্টেইন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২১, ১৮:৪২
অ- অ+

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের পেসার ডেল স্টেইন। ক্রিকেট পাকিস্তান-এর ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আইপিএলে ক্রিকেটের প্রতি কারো খুব বেশি নজর থাকে না। বরং টাকা নিয়েই সবাই ভাবে বেশি। তবে পিএসএলে টাকার থেকেও ক্রিকেটকে বেশি প্রাধান্য দেওয়া হয়।’

স্টেইন আরো বলেন, ‘আইপিএলে তারকাদের মেলা। সেখানে অনেক টাকা। তাই ক্রিকেট নিয়ে কথা কম হয়। আইপিএলে খেলার সময় অনেকেই জিজ্ঞাসা করত, এক মৌসুমে আমি কত টাকা পাচ্ছি। আমি পাকিস্তান সুপার লিগেও খেলেছি। এখানে ক্রিকেট নিয়ে কথা অনেক বেশি হয়। কারণ এখানে আইপিএলের মতো তারকাদের ভিড় নেই। টাকাও তুলনামূলক কম। এখানে কিন্তু আমাকে সবাই একজন পেসার হিসাবে দেখে। এখানে আমার উপার্জন নিয়ে সেভাবে কথা কম হয়। আমিও সব ভুলে ক্রিকেট নিয়ে মেতে থাকতে পারি।’

চলতি মৌসুমে আইপিএলে খেলতে চাননি স্টেইন। আর সে কথা তিনি অনেক আগেই ফ্রাঞ্চাইজি কর্তাদের জানিয়েছিলেন। তার পরইই আরসিবি তাঁকে রিলিজ করে দেয়।

স্টেইন জানিয়েছেন, পিএসএলে খেলতে তাঁর বেশি ভালো লাগছে। যদিও এখনও পর্যন্ত পিএসএলে তেমন ভালো পারফর্ম করতে পারেননি তিনি। প্রথম ম্যাচে চার ওভারে ৪৪ রান দিয়েছিলেন। এখন পর্যন্ত মাত্র দুটি উইকেট পেয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/২ ফেব্রুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা