অতিরিক্ত সময়ের গোলে ভ্যালেন্সিয়ার জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২১, ১০:২৪
অ- অ+

লা লিগার ম্যাচে শুক্রবার রাতে শেষ মুহূর্তের গোলে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। এই জয়ের পর ২৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ১১তম অবস্থানে আছে ভ্যালেন্সিয়া। আর এই হারের পর ২৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছে ভিয়ারিয়াল।

ম্যাচটি অনুষ্ঠিত হয় ভ্যালেন্সিয়ার ঘরের মাঠ মেস্তাল্লায়। এদিন প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল ভিয়ারিয়াল। ৪০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জেরার্ড মোরেনো। দ্বিতীয়ার্ধেও দারুণ খেলছিল ভিয়ারিয়াল। ম্যাচটিতে জয়ের দ্বারপ্রান্তে ছিল তারা।

কিন্তু ৮৬তম মিনিটে পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। আর তা থেকে গোল করতে ভুল করেননি কার্লোস সোলার। এরপর অতিরিক্ত সময়ে তথা (৯০+১) মিনিটে গঙ্কালো গুয়েদেসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। এই গোলের সুবাদেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

(ঢাকাটাইমস/৬ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
যশোরে দুর্বৃত্তের এসিড নিক্ষেপে একই পরিবারের ৩ জন দগ্ধ 
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ জন নিহত
মধুমতি নদীতে জেলেকে পিটিয়ে হত্যা, মামলার এজাহারনামীয় আসামি সানি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা