অতিরিক্ত ডিআইজি মোখলেসের স্ত্রীর সম্পদের তথ্য চেয়ে দুদকের চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ মার্চ ২০২১, ১৫:২৮ | প্রকাশিত : ১১ মার্চ ২০২১, ১৪:৩১

পুলিশের অতিরিক্ত ডিআইজি মোখলেসুর রহমানের স্ত্রী শরিফা বেগম মনির সম্পদের তথ্য চেয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও বিভিন্ন ব্যাংকের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয় থেকে সংস্থাটির উপ-পরিচালক আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত চিঠি পাঠানো হয় বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।

এর আগে ঘুষবাণিজ্য, ক্ষমতার অপব্যবহারসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোখলেসুর রহমান ও তার স্ত্রী শরিফা বেগম মনির স্থাবর-অস্থাবর সম্পদের অনুসন্ধান শুরু করতে গত বছরের ২০ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা নিয়োগ করে কমিশন।

দুদক সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর ওই সময় প্রাথমিক তদন্তের জন্য দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজকে অভিযোগ খতিয়ে দেখে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। পরে তিনি কমিশনে প্রতিবেদন দাখিল করেন। দুদকের তলবের পরিপ্রেক্ষিতে সম্পদ বিবরণী দাখিল করেন ওই অতিরিক্ত ডিআইজি ও তার স্ত্রী শরিফা বেগম মনি।

দুদকের ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়, পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা ও তার স্ত্রীর নামে যে পরিমাণ সম্পদ পাওয়া গেছে, তা তাদের বৈধ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। পরে মোখলেসুর রহমান ও তার স্ত্রীর সম্পদের হিসাব তলব করা হয়।

১২তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা মো. মোখলেসুর রহমান বর্তমানে সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে কর্মরত। তিনি ১৯৯১ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

(ঢাকাটাইমস/১১ মার্চ/এসআর/কেআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

‘ভোগ্যপণ্যের সিন্ডিকেট ভাঙতে না পারলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে না’

গাজায় যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

সুন্দরবনের আগুন আপাতত নিয়ন্ত্রণে, তবে ফের জ্বলে উঠতে পারে

আগামী বছরগুলোতেও এমন গরম আসতে পারে, প্রস্তুত থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আরও তিনটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে: নৌ প্রতিমন্ত্রী

আর্থিক সক্ষমতা বিবেচনায় পরিকল্পনা প্রণয়নের আহ্বান ইউজিসির

তাপজনিত ঝুঁকি এড়াতে স্বাস্থ্য নীতিমালা প্রকাশ

দেশে ২২ হাজার দক্ষ ধাত্রী প্রয়োজন, আছে ২৫৫৭

নির্দেশনা মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু

সেনাবাহিনী জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করেছে: প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :