চাটমোহরে করিমন উল্টে খাদে, চালক নিহত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২১, ১৮:৫৩
অ- অ+

পাবনার চাটমোহরে শ্যালো ইঞ্জিনচালিত গরুবাহী করিমন গাড়ি উল্টে খাদে পড়ে বাবর আলী (৪০) নামে গাড়ির চালক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা বিলচলন ইউনিয়নের চাঁদের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবর আলী ওই উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

জানা গেছে, জনৈক এক ব্যাপারী স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে গরু কেনেন। পরে গরুটি পার্শ্ববর্তী নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া এলাকায় নিয়ে যাওয়ার জন্য বাবর আলীর করিমন গাড়ি ভাড়া নেন। পথে চাঁদের মোড় এলাকায় আসার পর গরুসহ করিমন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে যায়। পরে স্থানীয়রা আহত বাবর আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, লাশটি পরিবারের লোকজন নিয়ে গেছে। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয় নি।

(ঢাকাটাইমস/১১মার্চ/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা