নানির ওপর অভিমান করে কিশোরের আত্মহত্যা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২১, ১৭:০৪
অ- অ+

পাবনার চাটমোহরে নানির ওপর অভিমান করে অন্তর হোসেন (১০) নামে এক কিশোর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রামে। নিহত কিশোর ওই গ্রামের আবু সাঈদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অন্তরের বাবা-মা ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন। যে কারণে নানি জুলেখা খাতুনের কাছে থাকত অন্তর। গত কয়েকদিন যাবত অন্তর তার নানির কাছে একটি অ্যানড্রয়েড মোবাইল ফোন কেনার বায়না ধরে। কিন্তু অভাবের সংসারে নানি মোবাইল কিনে দিতে অস্বীকৃতি জানান।

সোমবার সকালে জুলেখা খাতুন কাজের জন্য বাইরে বের হন। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিমান করে নিজ শোবার ঘরে ডাবের সাথে গলায় দড়ি পেঁচিয়ে ফাঁস নেয় অন্তর। পরে ঘন্টা দুয়েক পর জুলেখা খাতুন বাড়ি ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে অন্তরের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, অন্তর হোসেন নামে ওই কিশোর নানির ওপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে জেনেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার পর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২২মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা