চাঁদা দাবির অভিযোগ জানিয়েছেন বাউফলের এলজিইডির ঠিকাদাররা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২১, ১৫:৩৭

পটুয়াখালীর বাউফল উপজেলায় মেলার নামে এলজিইডির ঠিকাদারদের কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে সংশ্লিষ্ট অফিসের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয় ঠিকাদারদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের পর স্থানীয় পাবলিক মাঠে দুই দিনব্যাপী মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। ওই মেলা আয়োজনের খরচের নামে এলজিইডি’র ঠিকাদারদের কাছে এ চাঁদা দাবি করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক ঠিকাদার বলেন, ‘বৃহস্পতিবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কার্যাদেশ আনতে গেলে অফিস সহকারী তার কাছে চাঁদা দাবি করেন। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’

তবে উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, ‘এসব কথা সত্য নয়। স্বাধীনতা দিবস কিংবা মেলা উপলক্ষে ঠিকাদারদের কাছ থেকে কোনো প্রকার টাকা পয়সা নেওয়া হয়নি।’

বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘স্বাধীনতা দিবস কিংবা মেলা উপলক্ষে এভাবে ঠিকাদারদের কাছ থেকে টাকা আদায় করার কোনো নির্দেশনা নেই। এ ব্যাপারে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/২মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :