সিপিবি নেতা মোর্শেদ আলীর জীবনাবসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২১, ১২:১০
অ- অ+

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ আলী মারা গেছেন। বুধবার ভোরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

সিপিবির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল ক্বাফি এ তথ্য নিশ্চিত করে জানান, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে কিছুদিন আগে বারডেম হাসপাতালে ভর্তি করা হয় মোর্শেদ আলীকে। পরে সেখান থেকে নেয়া হয় বঙ্গবন্ধু মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে না ফেরার দেশে চলে যান তিনি।

বেলা ১১টার দিকে পল্টনে সিপিবির কার্যালয়ে শ্রদ্ধা জানানোর জন্য মোর্শেদ আলীর মরদেহ নেয়া হয়। এরপর মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানেও শ্রদ্ধা জানানোর পর মরদেহ নেয়া হবে শেওড়াপাড়ার বাসভবনে।

পাবনা জেলায় জন্ম নেয়া প্রবীণ এই রাজনৈতিক সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। সর্বশেষ তিনি সিপিবির কন্ট্রোল কমিশনের সদস্য ছিলেন।

১৯৬৬-৬৭ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন। তিনি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) অন্যতম প্রতিষ্ঠাতা।

ঢাকাটাইমস/৭এপ্রিল/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একাদশে ভর্তিতে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা
আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: বাহিনী প্রধান
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিলেন মারুফ কামাল খান
শেরাটন-এ সি ফুড ব্যুফেতে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট টু’ অফার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা