‘শিশুবক্তা’ রফিকুলের বিরুদ্ধে আরও এক মামলা

নগর প্রতিবেদক, গাজীপুর
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২১, ১৮:২৪| আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৮:৫১
অ- অ+
ফাইল ছবি

‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানি বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে। রবিবার সকালে গাজীপুরের টেকনাগপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে ডিজিটাল আইনে এ মামলা করেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি রফিকুল ইসলাম মাদানি গাজীপুর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের নলজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ‘মারকাজুল নূর আল ইসলামিয়া মাদ্রাসায়’ বসে দেশদ্রোহী ও নাশকতার কার্যকলাপ চালান। একই সঙ্গে নাশকতা কর্মকাণ্ডের পরিকল্পনা করেন। কিছু বক্তা ওয়াজ মাহফিলের নামে ধর্মীয় বক্তব্যের আড়ালে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন। তাদের মধ্যে অন্যতম রফিকুল ইসলাম মাদানি ওরফে 'শিশুবক্তা'। রফিকুল তার বক্তব্যে সম্প্রতি দেশে ঘটে যাওয়া সহিংসতার পেছনে অন্যতম ভূমিকা পালন করেছেন।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে বাসন থানায় ডিজিটাল আইনে রবিবার একটি মামলা করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (৭ এপ্রিল) ভোরে রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে আটক করে র‌্যাব। পরদিন বৃহস্পতিবার র‌্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা