ভার্চুয়াল শুনানির প্রথম দিন ১৬০৪ আসামির জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২১, ২১:৫৫| আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২২:১৭
অ- অ+

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের লকডাউনে ভার্চুয়াল শুনানির প্রথম দিনে এক হাজার ৬০৪ জন হাজতির জামিন হয়েছে। এদিন বিচারিক আদালত ও ট্রাইব্যুনালে ২ হাজার ৪৩৩টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি করা হয়।

সোমবার রাতে এ বিষয়টি জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান।

তিনি বলেন, ‘আজ ১২ এপ্রিল থেকে সারাদেশে বিচারিক আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ছাড়া ভার্চুয়াল পদ্ধতিতে জামিন এবং অতীব জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি হয়েছে। সারাদেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে ২ হাজার ৪৩৩টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং এক হাজার ৬০৪ জন হাজতি অভিযুক্ত ব্যক্তির জামিন হয়েছে।’

এর আগে গতকাল সুপ্রিম কোর্ট থেকে জারি করা এক আদেশে বলা হয়, করোনার ব্যাপক বিস্তার রোধকল্পে ১২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জামিন ও অতীব জরুরি ফৌজদারি দরখাস্তসমূহ নিষ্পত্তি করার উদ্দেশ্যে আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা করতে হবে।

(ঢাকা টাইমস/১২এপ্রিল/এআইএম/ ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা