সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অক্ষয়

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ১৫:২১
অ- অ+

করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এতদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। বাড়ি ফিরেছেন সোমবার। এপ্রিলের শুরুর দিকে ‘রাম সেতু’ নামে একটি ছবির শুটিং চরাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন ‘খিলাড়ি’ খ্যাত এই অভিনেতা।

অক্ষয় কুমার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসায় খুশি তার স্ত্রী অভিনেত্রী টুইঙ্কেল খান্না। স্বামীর সুস্থ হয়ে ফিরে আসার আনন্দে অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি দম্পতির অনিমেটেড ছবির সঙ্গে, ‘অল ইজ ওয়েল’ লিখে পোস্টও করেন।

এপ্রিলের শুরুর দিকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন অক্ষয় কুমার। তিনি লেখেন, ‘আমি সবাইকে জানাতে চাই, সকালে করোনা পরীক্ষার পর আমার রিপোর্ট পজেটিভ এসেছে। সমস্ত নিয়মবিধি মেনে আমি নিজেকে সবার থেকে বিচ্ছিন্ন করে নিয়েছি।’

অভিনেতা আরও লেখেন, ‘আমি হোম কোয়ারেন্টাইনে থেকে প্রয়োজনীয় চিকিত্সা নেওয়ার চেষ্টা করছি। আমার সংস্পর্শে থাকা সবাইকে করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ করছি। পাশাপাশি শরীরের যত্ন নেওয়ারও আহ্বান জানাচ্ছি। আশা করি, খুব শিগগিরই ফিরে আসব।’

ঢাকাটাইমস/১৩এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা