পাটুরিয়ার ৩ নম্বর ফেরিঘাট বন্ধ
মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২১, ১৬:১৮| আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৬:৪১

মানিকগঞ্জের পাটুরিয়ার চারটি ঘাটের মধ্যে একটি ঘাট বন্ধ রয়েছে। মঙ্গলবার বেলা ১২টা থেকে পন্টুনে সমস্যা হওয়ায় ৩ নম্বর ফেরি ঘাটটি সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এই ঘাটটি বন্ধ থাকায় চাপ পরেছে অন্য তিনটি ঘাটে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, ১২টার দিকে তিন নাম্বার ঘাটের পন্টুনে সমস্যা দেখা দেয়। পন্টুন মেরামতে কাজ চলছে। এতে করে অন্য ঘাটে একটু চাপ পরেছে। তবে ১৬টি ফেরি থাকায় পারাপারে সমস্যা হচ্ছে না। বর্তমানে সবমিলিয়ে পাঁচ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে।
(ঢাকাটাইমস/১৩এপ্রিল/কেএম)

মন্তব্য করুন