দুই দিনের রিমান্ডে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আকতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২১, ১৪:৫৯
অ- অ+

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে থেকে আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আকতার হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তার জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।

এদিন এ মামলায় শাহবাগ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক আলী মন্ডল ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদেশের বিষয়টি দৈনিক ঢাকা টাইমসকে জানান আকতার হোসেনের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

গতকাল মঙ্গলবার আকতার হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গেল ২৫ মার্চ মতিঝিলে ছাত্র, যুব ও শ্রম অধিকার পরিষদের মিছিল থেকে গ্রেপ্তার আবুল কালাম আজাদকে ঢাকা মেডিকেল কলেজ থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। ওই মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে আকতার হোসেনকে। এর আগে আকতার হোসেনকে পুলিশ পরিচয়ে ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়ার অভিযোগ করে ছাত্র অধিকার পরিষদ।

ঢাকাটাইমস/১৪এপ্রিল/এআইএম/ ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১৩, বিপুল সৌদি রিয়াল ও মোটসাইকেল জব্দ
ভাঙনের মুখে চালিতাবুনিয়া, টেকসই বাঁধসহ তিন দাবিতে ঢাকায় এলাকাবাসীর মানববন্ধন
যাত্রাবাড়ী ও মুগদায় ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অর্থনৈতিক কর্মকাণ্ড: ভোলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিমকে দল থেকে বহিস্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা