সুযোগ পেলে ভালো কিছু করার ইঙ্গিত সাইফের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৭:২৫ | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২১, ১৭:১৭

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে শ্রীলঙ্কা সফরে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রাথমিক দলে সুযোগ পাওয়া সাইফ হাসানও দলের সঙ্গেই রয়েছেন। আসন্ন এই সিরিজের লঙ্কানদের বিপক্ষে মূল একাদশে সুযোগ পেলে ভালো কিছু করতে পারবেন বলে মনে করছেন উদীয়মান এই টাইগার ক্রিকেটার। বৃহস্পতিবার অনুশীলন শেষে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এমন তথ্যই দিয়েছেন তিনি।

জাতীয় দলের হয়ে সর্বশেষ সিরিজে খেলতে না পারলেও প্র্যাকটিস সেশনে ছিলেন। তাই আত্মবিশ্বাসটা উঁচুতেই আছে, জানালেন সাইফ। তিনি বলেন, ‘যদিও ম্যাচ খেলিনি। তবে ন্যাশনাল টিমের সাথে যতদিন ছিলাম, ভালো প্র্যাকটিস সেশন ছিল ব্যাটিং ওয়াইজ, ফিটনেস ওয়াইজ। অলওভার আমার মনে হয়, প্রিপারেশন খুব ভালো। কনফিডেন্সও খুব ভালো আছে। যদি সুযোগ পাই কাজে লাগানোর চেষ্টা করব।’

সাইফ আরো বলেন, ‘ব্যাটসম্যানরা যারা সুযোগ পাবে, যারাই সেট হবে, এখানে ইনিংস বড় করতে হবে। তাহলে একটা স্কোর যদি পাই, ইনশাআল্লাহ্ টিমের জন্যই ভালো হবে।’

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :