টঙ্গীতে চাঁদা না পেয়ে রাজমিস্ত্রিকে অপহরণ, গ্রেপ্তার ১

নগর প্রতিবেদক, গাজীপুর
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২১, ২১:৩৩
অ- অ+

গাজীপুরের টঙ্গী মন্ডল মার্কেট এলাকায় দাবিকৃত পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে আব্দুল জলিল (৬৫) নামে এক রাজমিস্ত্রিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মাসুদা বেগম টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেন। অপহরণকারী চক্রের মূল হোতা নাদিম হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রাজমিস্ত্রি আব্দুল জলিল স্থানীয় মণ্ডল মার্কেট এলাকায় চুক্তিতে বিল্ডিং নির্মাণের কাজ করেন। চাঁদাবাজ নাদিম হায়দার কয়েকদিন পরপর জলিলের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। গত বুধবার তিনি জনৈক নূর মোহাম্মদ মামুনের ফ্যাক্টরিতে কাজ করছিলেন। কাজ পাওয়ার পর থেকেই নাদিম হায়দার এবং তার সহযোগীরা আব্দুল জলিলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে অপহরণ করে নিয়ে যায় এবং হাত-পা ও চোখ কাপড় দিয়ে বেঁধে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় আব্দুল জলিলের স্ত্রী টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেন। পরে থানার অফিসার ইনচার্জ শাহ আলমের নেতৃত্বে একটি দল শুক্রবার রাতভর অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের মূল হোতা নাদিম হায়দারকে গ্রেপ্তার করে।

শনিবার থানায় মামলা দায়ের শেষে গ্রেপ্তার নাদিম হায়দারকে গাজীপুর কোর্টে পাঠানো হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, চাঁদাবাজ নাদিম হায়দার দীর্ঘদিন যাবত বড় দেওড়া এলাকার কতিপয় যুবক ও কিশোরদের সাথে নিয়ে একটি সন্ত্রাসী গ্রুপ তৈরি করে ভয়-ভীতি প্রদর্শনপূর্বক চাঁদাবাজি করে আসছিল। তাকে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে এবং তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে মোবাইল ছিনতাই করতে গিয়ে গার্মেন্টস শ্রমিক মাহফুজকে হত্যা
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে Industry Academia Collaboration Summit-2025 শুরু
নির্বাচনি প্রতীক: নৌকা বাদ ও শাপলা তালিকাভুক্ত করার দাবি এনসিপি’র
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা