ইরান ৬০ শতাংশ ইউরেনিয়াম বৃদ্ধি শুরু করেছে: আইএইএ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২১, ২১:২৫
অ- অ+

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরান নাতানজ পারমাণবিক কেন্দ্রে ৬০ শতাংশ ইউরেনিয়াম বাড়ানোর কাজ শুরু করেছে। শনিবার আইএইএর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর মাধ্যমে ইরানি কর্মকর্তাদের ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার বক্তব্যের সত্যতা নিশ্চিত হলো।

এর আগে গত ১২ এপ্রিল ভূগর্ভস্থ এই জ্বালানি স্থাপনায় ‘রহস্যময়’ বিস্ফোরণের পর ইরান ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এই বিস্ফোরণের জন্য ইসরাইলকে দায়ী করেছে তেহরান। ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এমন একজনের নামও বলেছে তারা।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এর ফলে পরমাণু চুক্তির বাস্তবায়ন নিয়ে দেশটির সঙ্গে বিশ্বশক্তির আলোচনা জটিল হয়ে উঠেছে।

বিশ্বশক্তির সঙ্গে চুক্তি অনুযায়ী ইরান ৩ দশমিক ৬৭ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে । তবে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে আসায় ও ইরানের ওপর নতুন করে অবরোধ দেওয়ায় উপসাগরীয় দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ২০ শতাংশে বাড়িয়ে দেয়। এক বিবৃতিতে আইএইএ বলেছে, ‘সংস্থাটি যাচাই করে দেখেছে যে, ইরান নাতানজ জ্বালানি সমৃদ্ধকরণ স্থাপনায় ইউএফ-৬ এর উৎপাদন শুরু করেছিল, যা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ।’

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/কেআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও ১জনের মৃত্যু, হাসপাতালে ৩৫৮
জুনে ১৩৫টি মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, মালিকদের কাছে হস্তান্তর
কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লুটের প্রায় ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে বাকিগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা