সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২১, ১০:১৮
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির সাত কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৮৮৪টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৬৫১ কোটি ১২ লাখ ৭৮ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৫ টাকা ৭০ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের পাঁচ কোটি ৬৬ লাখ ৯৩ হাজার ৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮১ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৩ টাকা ৫০ পয়সা।

তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টম্যান্ট কর্পোরেশন লিমিটেড চার কোটি ৯৫ লাখ ১৭ হাজার ৬৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮১ কোটি ৮৪ লাখ ৬৯ হাজার টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ টাকা ৬০ পয়সা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের ১৬৯ কোটি ৭৭ লাখ ৩৭ হাজার টাকা, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেডের ১৪৪ কোটি ৪৩ লাখ ৪৭ হাজার টাকার, রবি আজিয়াটা লিমিটেডের ১৪৩ কোটি ৭২ লাখ ৭৪ হাজার টাকা, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ১২১ কোটি এক লাখ ৫৪ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৯৯ কোটি ১৬ লাখ ৫৭ হাজার টাকার, সামিট পাওয়ার লিমিটেডের ৫৬ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকার এবং অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ১৬ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এসআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা