তামিমকে পেছনে ফেলে ফের শীর্ষে মুশফিক

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২১, ১২:৪৭| আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১২:৫৫
অ- অ+

টেস্ট ক্রিকেটের ইতহাসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় মুশফিকুর রহিমকে পেছনে ফেলে চলতি সিরিজেই শীর্ষস্থানে উঠেছিল টাইগার ওপেনার তামিম ইকবাল। তবে তাকে প্রথমস্থানে বেশিদিন থাকতে দিলেন না বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান। তামিমকে টপকে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন মুশফিক।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরুর আগে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মুশফিক। তামিম ছিলেন দুইয়ে। বুধবার ম্যাচের প্রথম দিন ৯০ রানের ইনিংস খেলার পথে ৩০তম রান নিয়ে মুশফিককে ছাড়িয়ে যান তামিম, থামেন ৪৫৯৮ রানে।

তবে বেশিক্ষণ শীর্ষে থাকা হয়নি তার। আলোকস্বল্পতার কারণে দ্বিতীয় ২৫ আগেই বন্ধ হয়ে যায় খেলা। নয়তো বৃহস্পতিবারই রেকর্ডটি নিজের করতে পারতেন মুশফিক। তা না হলেও, আজ সকালে ক্যারিয়ারের ২৩তম ফিফটি করে ৬২তম রান নিয়ে তামিমকে দুই ঠেলে দেন মুশফিক।

শেষ পর্যন্ত অপরাজিতই থাকেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই টাইগার ক্রিকেটার। ৭ উইকেটের বিনিময়ে ৫৪১ রান তুলে বাংলাদেশ ইনিংস ঘোষণা করলেও মুশফিক ছিলেন ৬৮ রান করেন।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিন-দুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদী ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা