ফেনীতে বিএনপির ৫ নেতার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২১, ২১:৩৯
অ- অ+

সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট ও মন্তব্য করায় ফেনীতে বিএনপির পাঁচ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় এ মামলা করেন।

ইমরানুল হক ইমরান (২৯) নামে ছাত্রদলের এক কর্মীর দেয়া ফেসবুক পোস্টের জেরে আসামি হয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের আরো চার নেতা। ছাত্রদল কর্মী ইমরানুল হক ইমরান ফেনী শহরের দক্ষিণ চাঁড়িপুর এলাকার বাসিন্দা আবদুল করিমের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেসবুকে সরকারবিরোধী ও ধর্মীয় উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দেয়ায় ইমরানুল হক ইমরানকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশের করা মামলায় ইমরান ছাড়াও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, ছাত্রদল সভাপতি সালাহউদ্দিন মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালকে আসামি করা হয়েছে।

এসআই আলমগীর হোসেন এজাহারে উল্লেখ করেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ইমরান জানায়, বিএনপির উল্লেখিত চার নেতার নির্দেশে তিন-চারমাস ধরে সরকার ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ফেসবুকে পোস্ট দেন তিনি। এতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চালানো হয়।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এক বিবৃতিতে জানান, ‘উল্লেখিত নেতারা সামাজিক যোগাযোগের কোনো মাধ্যমেই সরকার কিংবা রাষ্ট্রবিরোধী কোনো মন্তব্য না করার পরও তাদের নামে মামলা করা হয়েছে। এ মামলা সরকারের দমন-পীড়নের অংশ। বিএনপির পক্ষ থেকে এ মামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান নেতারা।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ এ এন এম নুরুজ্জামান জানান, গ্রেপ্তার ইমরানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা