মাদক বিক্রির টাকার জন্য বন্ধুকে খুন করেন জয়

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২১, ১১:৫১
গ্রেপ্তার হওয়া যুবক জয় হোসেন

জয়পুরহাট সদর সদর উপজেলার ভিটি এলাকার প্রায় ১ মাস আগের একটি খুনের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় জয় হোসেন (২৬) নামে যুবককে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকার করে জয় জানিয়েছেন, মাদক বিক্রির টাকার ভাগ নিয়ে বিতণ্ডার জেরে তিনি খুন করেন বন্ধু সুমনকে।

বৃহস্পতিবার রাতে জয়পুরহাটের পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুঞা জানান, গ্রেপ্তার হওয়া জয় হোসেন সদর উপজেলার ভিটি হাজিপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে। তিনি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ সুপার জানান, গত ১৩ মার্চ রাতে সুমন নামে ওই যুবকের রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় ১৭ মার্চ বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৪ মার্চ সুমনের মৃত্যু হয়। ২৫ মার্চ জয়পুরহাট সদর থানার মামলা হয়। ২০ এপ্রিল মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। তদন্তের পর অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলার ভিটি হাজিপাড়া থেকে জয় হোসেনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জয় জানিয়েছেন, নিহত সুমন তার কাছের বন্ধু ছিল। সুমনের কাছে মাদক বিক্রির টাকা পাওনা নিয়ে বাকবিতণ্ডা হয়। এর জেরেই আরো তিন সহযোগীকে নিয়ে সুমনকে ছুরিকাঘাত করেন জয়।

(ঢাকাটাইমস/৩০ এপ্রিল/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :