৫০ দিনের মধ্যে সবচেয়ে কম শনাক্ত, মৃত্যু ৬৯

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২১, ১৬:২৩| আপডেট : ০২ মে ২০২১, ১৬:৩৫
অ- অ+

গত একদিনে করোনাভাইরাসে মৃত্যু আগের কয়েকদিনের চেয়ে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ মারা গেছেন ৬৯ জন। এ নিয়ে মোট মৃত্যু ১১ হাজার ৫৭৯ জনের। মৃত্যু বাড়লেও গত একদিনে দেশে করোনার সংক্রমণ আগের কয়েকদিনের ধারাবাহিকতায় আরও কমেছে। গত একদিনে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৯ জন, যা সাত সপ্তাহের মধ্যে (৫০ দিন) সবচেয়ে কম। গতকাল (তার আগের ২৪ ঘণ্টায়) শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৪৫২ জন। এর আগে ১৪ মার্চ ১ হাজার ১৫৯ জন শনাক্ত হন। ১৫ মার্চ সে সংখ্যা বেড়ে ১ হাজার ৭৭৩ জন হয়, যা ৮৭ দিন পর সর্বেোচ্চ ছিল। এর পর এ সংখ্যা বাড়তে বাড়তে সাত হাজার ছাড়িয়ে যায়।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৫৮টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৩৫৯ জন শনাক্ত হন, যা ৫০ দিনের মধ্যে সবচেয়ে কম। এ নিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৬১ হাজার ৯৪৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯.৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫৭ জন। আর এখন পর্যন্ত সুস্থ হলেন ছয় লাখ ৮৭ হাজার ৩২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ২৫ জন নারী। মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ৪৪ জন, ৪১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৩১ থেকে ৪০ বছরের তিনজন, ২১ থেকে ৩০ বছরের দুজন, ১১ থেকে ২০ বছরের একজন ও শূন্য থেকে ১০ বছরের একজন মারা গেছেন।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও মার্চ মাস থেকে তা শুধুই বাড়ছে। গত ১৬ এপ্রিল মৃত্যু একশো ছাড়ায়। সেদিন ও তার পরদিন ১৭ এপ্রিল ১০১ করে মৃত্যু হয় করোনায়। ১৮ এপ্রিল ১০২ জন ও ১৯ এপ্রিল ১১২ জন মারা যান, যা একদিনে সর্বোচ্চ।

বিশেষজ্ঞরা এটাকে বাংলাদেশে করোনার ‘দ্বিতীয় ঢেউ’ বলছেন। করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় প্রথমে ২১ এপ্রিল ও পরে তা বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিল সরকার। এরপর সেটি আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

(ঢাকাটাইমস/০২মে/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা