সুনামগঞ্জে খণ্ডিত লাশের মাথা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ০২ মে ২০২১, ১৯:৫৭

সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি বিল থেকে মস্তকবিহীন অজ্ঞাত ব্যক্তির দ্বিখণ্ডিত ভাসমান লাশ উদ্ধারের পর মাথা উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের মঙ্গলপুর বিলের পাশে একটি পুকুরের পাড় থেকে লাশের মাথা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) আবু সুফিয়ান সাংবাদিকদের বলেছেন, সিআইডির লোকজন আসছে। লাশ শনাক্তের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে ফিঙ্গার প্রিন্ট নেয়া হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শনিবার রাত ১০টার দিকে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের মঙ্গলপুর বিলে একটি লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে পৃথক জায়গা থেকে অজ্ঞাত ব্যক্তির হাত পা এবং দেহের খণ্ডিত অংশ ভাসমান অবস্থা থেকে উদ্ধার করে। তবে লাশের কোনো পরিচয় জানা যায়নি।

লাশটির শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং লাশ পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এতে পুলিশ ধারণা করছে ওই ব্যক্তিকে চার-পাঁচ দিন আগে কেউ হত্যা করে এই বিলে ফেলে দিয়ে থাকতে পারে। তবে খুনিরা নৃশংসভাবে হাত, পা, মাথা ও দেহ বিচ্ছিন্ন করে লাশকে চার খণ্ড করে ফেলে দেয়। লাশ দেখে অনুমান করা হচ্ছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।

এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার থেকে মঙ্গলপুর গ্রামের জনৈক দুদু মিয়া নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছে। নিখোঁজ দুদু মিয়ার স্ত্রী পারভিনের দাবি উদ্ধারকৃত লাশটি তার স্বামীর। তিনি বলেন, আমার স্বামীর একটি পা বাঁকা ছিল। তাই আমি নিশ্চিত লাশটি আমার স্বামীরই হবে।

দিরাই থানার ওসি আজিজুর রহমান বলেন, লাশ শনাক্তের আগ পর্যন্ত হত্যাকাণ্ডের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। আমাদের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কেরানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী কালা জরিপ গ্রেপ্তার, যেভাবে তার উত্থান

চিকিৎসার জন্য ভারতে গিয়ে এমপি আনোয়ারুল আজিম নিখোঁজ!

সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা, দুর্দিন দেখছেন পটুয়াখালীর জেলেরা

রাণীনগরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই: সিমিন হোসেন

বিচারের আগে আটক ব্যক্তির ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধ করা হবে: আইজিপি

স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা. আনিকা

বান্দরবানে যৌথবাহিনীর অভিযান, কেএনএফ সদস্যদের হতাহতের খবর

পাহাড়ে আমের বাম্পার ফলন, চাষির মুখে হাসি

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষকসহ নিহত ৪

এই বিভাগের সব খবর

শিরোনাম :