গাইবান্ধায় বিধবাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২১, ১৫:২৪
অ- অ+

গাইবান্ধার সুন্দরগঞ্জে গভীর রাতে এক বিধবা নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ওই নারীকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনায় পরিবাবের পক্ষ থেকে সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

এলাকাবাসী জানায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে ওই নারী সাহরি খাওয়ার জন্য ঘুম থেকে ওঠেন। হঠাৎ পাশের পাঁচজন পুরুষ তার ঘরে ঢুকে হাত-পা বেঁধে ফেলে। পরে মুখে কাপড় গুজে তাকে পাশের পুকুর ধারে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ওই নারীর সন্তান রাতভর মাকে বিভিন্ন স্থানে খুঁজেও পায়নি। সকালে পুকুরের ধারে বিবস্ত্র অবস্থায় তাকে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারনা এলাকাবাসীর।

সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান ঢাকাটাইমসকে জানান, রাতে এই ঘটনার পর মঙ্গলবার সকালে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

গাইবান্ধা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হারুন অর রশিদ বলেন, ‘রোগীর চিকিৎসা চলছে। বর্তমানে তার অবস্থা কিছুটা ভালো। স্বাস্থ্য পরীক্ষার পর ধর্ষণের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

(ঢাকাটাইমস/৪মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা